ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আব্দুর রশিদ;###;সিনিয়র শিক্ষক;###;বি এ এফ শাহীন কলেজ;###;কুর্মিটোলা, ঢাকা

নবম-দশম শ্রেণির পড়াশোনা ॥ বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ১২:২৯, ২৪ জুলাই ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা ॥ বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ (প্রথম অধ্যায়) ১. একুশ শতকের সম্পদ কী? ক. টাকা খ. কৃষি গ. ডলার ঘ. জ্ঞান ২. একুশ শতকের পৃথিবীটা কোন অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে? ক. মিশ্র অর্থনীতি খ. জ্ঞানভিত্তিক অর্থনীতির গ. পুঁজিবাদী অর্থনীতি ঘ.ব্যষ্টিক অর্থনীতি ৩. একুশ শতকে এসে আমরা কোন দুটি বিষয় করতে শুর করেছি? ক. Globalization and Interconnection খ. Globalization and Nationalization গ. Globalization and Internationalizaton ঘ. War and Peace ৪. বর্তমানে এষড়নধষরুধঃরড়হ বিষয়টি ত্বরান্বিত হওয়ার মূল কারণ কোনটি? ক. টাকা-পয়সা খ. তথ্য প্রযুক্তি গ. যোগাযোগ প্রযুক্তি ঘ.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫. কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? ক. বিশ্বায়ন খ. উষ্ণায়ন গ. বন্যার ঘ. চেকপোস্ট না থাকা ৬. শিল্প বিপ্লব হয় কত শতাব্দীতে? ক. একাদশ থেকে দ্বাদশ শতাব্দীতে খ. চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীতে গ. অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীতে ঘ. বিংশ শতাব্দীতে ৭. কোনটি আবিস্কারের পর থেকে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে এসেছে? ক. পানি খ. মাটি গ. আগুন ঘ. যন্ত্র ৮. আগে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো? ক. টাকা-পয়সা খ. প্রকৃতি গ. মানবসৃষ্ট পরিবেশ ঘ.পানি ৯. শিল্প বিপ্লবের পর মানুষ কিসের ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীত নিয়ন্ত্রণ করত? ক. টাকা খ. যন্ত্র গ. অস্ত্র ঘ.সম্মান ১০. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটি? ক. সৃজনশীলতা খ. বিশ্লেষণী চিন্তন দক্ষতা গ. সুনাগরিকত্ব ঘ.তথ্যপ্রযুক্তিতে পারদর্শিত উত্তর ঃ ১ (ঘ), ২(ক), ৩(গ), ৪(ঘ), ৫(ক), ৬(গ), ৭(ঘ), ৮(খ), ৯(খ), ১০(ঘ)।
×