ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৫২, ২৪ জুলাই ২০১৯

কুমিল্লায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ জুলাই ॥ কুমিল্লার আদর্শ সদর ও নাঙ্গলকোট উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পৃথক এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামে দুই চাচাত ভাই-বোন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা হচ্ছে, ধনুয়া খোলা গ্রামের ফজলু মিয়ার ছেলে হাবিব (৩) ও তার ভাই আবাদ মিয়ার মেয়ে ফাহমিদা আক্তার (৪)। কালির বাজার ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে জেলার নাঙ্গলকোট পৌর এলাকায় পানিতে ডুবে শিমরান নামের ৪ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে গোত্রশাল গ্রামের সৌদি প্রবাসী সোলায়মানের মেয়ে।
×