ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালে ভূমিধসে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৯, ২৪ জুলাই ২০১৯

নেপালে ভূমিধসে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও দু’জন। বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ভূমিধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়েছে বেশ কয়েকটি বাড়ি। ওই এলাকায় আবারও ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ২০টি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
×