ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের চুরি হওয়া মনিটর সিপিইউ উদ্ধার

প্রকাশিত: ০২:৪০, ২৪ জুলাই ২০১৯

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের চুরি হওয়া মনিটর সিপিইউ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে ভাংচুর হামলা লুটপাটের ঘটনার ৩৬ দিন পরে কলাপাড়া থানা পুলিশ একটি পরিত্যক্ত ঘর থেকে দুইটি কম্পিউটর এলইডি মনিটর ও তিনটি সিপিইউ উদ্ধার করেছেন। নিশানবাড়িয়া গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ ঘেঁষা একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ আজ বুধবার দুপুরে এসব উপকরণ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মী কবির তালুকদার জানান, তার কয়েকজন লেবার ওইখানে সকাল ১০টার দিকে কাজ করতে যায়। তালাবদ্ধ একটি পরিত্যক্ত ঘর খুলে এসব সামগ্রী দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। গত ১৮ জুন পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে পাওয়ার ব্লক এরিয়ায় বয়লারে কর্মরতকালে সাবিন্দ্র দাস নামের এক বাঙালী শ্রমিক সেপটি বেল্ট খুলে নিচে পড়ে নিহত হয়। এর জের ধরে সহিংসতা ঘটে।
×