ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপপুরের ঘটনায় ৩৪জন কর্মকর্তাকে দায়ী করা হয়েছে ॥ গণপূর্ত মন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৭, ২৪ জুলাই ২০১৯

রূপপুরের ঘটনায় ৩৪জন কর্মকর্তাকে দায়ী করা হয়েছে ॥ গণপূর্ত মন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্মকর্তাদের আবাসনের আসবাব কেনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের তদন্ত খতিয়ে দেখার জন্য গঠিত দুই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজ বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন এ ঘটনার সঙ্গে জড়িত ৩৪জন কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। এর মধ্যে ৩০জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং চারজন বিজ্ঞান প্রযুক্তি বিভাগের। ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের কর্মকর্তা ড. শৌকত আকবর ও পাবনার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলমের নাম রয়েছে। ড. শৌকত আকবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত।’ তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করে ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা ফেরত নেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তাদের (ঠিকাদারি প্রতিষ্ঠান) অনেক বিল পাওনা আছে, সেখান থেকে এই টাকা কেটে রাখা হবে।
×