ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমসটেককে সহযোগিতা অব্যাহত রাখবে ভারত

প্রকাশিত: ১২:২৬, ২৫ জুলাই ২০১৯

বিমসটেককে  সহযোগিতা  অব্যাহত  রাখবে  ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কো-অপারেশনকে (বিমসটেক) সহযোগিতা অব্যাহত রাখবে ভারত। দিল্লীতে এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এ আশ্বাস দেন। বুধবার ঢাকার বিমসটেক অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর অনলাইনের। এতে বলা হয়, বিমসটেকের মহাসচিব এম শহীদুল ইসলাম দিল্লীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় জয়শঙ্কর বিমসটেক জোটকে শক্তিশালী করতে যে কোন ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত জোট বিমসটেক। ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডে এক বৈঠকে এ জোট গঠিত হয়। এর সদর দফতর ঢাকায়। জোটের সদস্য বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
×