ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক বললেন, মিন্নি সুস্থ আছেন

প্রকাশিত: ০৯:১২, ২৬ জুলাই ২০১৯

স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক বললেন, মিন্নি সুস্থ আছেন

অনলাইন ডেস্ক ॥ স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তিনি আরও দাবি করেন, মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক বলেছেন, ‘কারাগারে সুস্থই আছেন মিন্নি’। শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বরগুনা কারাগারে মিন্নির স্বাস্থ্য পরীক্ষা করেন সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হাবিবুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জেল সুপার আনোয়ার হোসেন। পরে কারাগারের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষায় মিন্নির কোনও অসুখ ধরা পড়েনি। তিনি অনেক ভালো আছেন। এত বড় একটা ঘটনা ঘটে গেলো, তাই তিনি মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। তাকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো কোনও অবস্থা এখনও তৈরি হয়নি।’ মিন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, ‘না, তেমন কোনও কিছু দেখা যায়নি। এছাড়া, মিন্নিও তেমন কিছুই বলেননি। তবে তার ঘুম খানিকটা কম হচ্ছে। সকালে ওঠার ব্যাপারে জেলখানায় কিছু নিয়ম-কানুন আছে, তাই সকালবেলা তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, উনি যতটুকু রেস্ট নিতে চান যেন তা নিতে পারেন। কারা কর্তৃপক্ষও সেটা দেখবে বলে জানিয়েছে।’ মিন্নিকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যাপারে তার বাবার দাবি প্রসঙ্গে ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কাছে তেমনটি মনে হয়নি। তবে কোনও কারণে যদি তিনি অসুস্থবোধ করেন, সেক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।’
×