ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:৩৫, ২৮ জুলাই ২০১৯

ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আজ রবিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলের কাছে ব্যাংকটাউন ব্রিজের পূর্ব পাশে পাগলার মোড় থেকে ১৮ বছর বয়সী তৌসিফ আহমেদ আকাশের লাশ উদ্ধার করেন তারা। আকাশ ব্যাংক টাউন পশ্চিম পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। পরে ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে টুণ্ডা ব্রিজের নিচে তার সহপাঠী মেহেদী হাসানের (১৭) লাশ ভেসে ওঠে। তারা ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের আরেক বন্ধু রাজন (১৭) এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তিন বন্ধু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং নদীতে প্রবল স্রোতের কারণে শনিবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরুর করে। এরপর এক পর্যায়ে আকাশের এবং পরে মেহেদীর লাশ পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
×