ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আমরা প্রথম ডেঙ্গু মোকাবেলা করতে যাচ্ছি ॥ মেয়র জাহাঙ্গীর

প্রকাশিত: ০২:০৩, ৩০ জুলাই ২০১৯

গাজীপুরে আমরা প্রথম ডেঙ্গু মোকাবেলা করতে যাচ্ছি ॥ মেয়র জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা নতুন সিটি কর্পোরেশন হিসেবে প্রথম ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছি। আমাদের সিটির ৫৭টি ওয়ার্ডের ৭৬জন কাউন্সিলর ও সিটির কর্মকর্তারা তাদের অফিস থেকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করছেন। ডেঙ্গু নিয়ে সারাদেশে মানুষের মাঝে ভয়, আতঙ্ক কাজ করছে। আমরা ডেঙ্গু থেকে মুক্তি পেতে চাই, নিরাপদ থাকতে চাই।’ আজ মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডেঙ্গু রোগ বিষয়ক নাগরিক সচেতনতা বিষয়ক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ওইসব কথা বলেন। এতে বিশিষ্ট কলামিস্ট ও পরিবেশবিদ অধ্যাপক আবুল মকসুদ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আরিফুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আমীর হোসাইন রাহাত প্রমূখ বক্তব্য রাখেন। পরে পায়রা ও বেলুন উড়িয়ে ডেঙ্গু রোগ বিষয়ক সচেতনতামূলক একটি বর্নাঢ্য র্যালি বের হয় এবং র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সিটির ৪০লাখ নাগরিককে নিজ নিজ বাড়ি, অফিস, কর্মসংস্থান এবং চলাচলের স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকার অতি সন্নিকটে গাজীপুর। ঢাকার যে কোন বিষয় গাজীপুরকে স্পর্শ করে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি ঢাকার অভিজ্ঞতা নিয়ে কাজ করতে চান। ডেঙ্গু রোগ নিয়ে অধ্যাপক আবুল মকসুদ বলেন, নাগরিক সমাজের সহযোগিতা ছাড়া এ ধরণের পরিস্থিতি মোকবিলা করা কঠিণ। কারণ প্রত্যেক বাড়িতে কোন না কোনভাবে মশা জন্মায়। এজন্য বাড়ির মানুষদের সচেতন হতে হবে। এডিস মশা নিধনে শুধু সমাবেশই যথেষ্ঠ নয়, মিছিল/র্যালি শেষ নয়। আমাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে মশক নিধন তৎপরতা সঞ্চালনা করতে হবে। এজন্য তিনি ছাত্র/শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীসহ সকলের প্রতি ওই আহ্বান জানিয়েছেন।
×