ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মশার আগমন ন্যাচারাল গজব : শামীম ওসমান

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ জুলাই ২০১৯

মশার আগমন ন্যাচারাল গজব : শামীম ওসমান

অনলাইন রিপোর্টার ॥ যখন কোনো দেশে পাপাচার হয়, তখন মশা ন্যাচারাল গজব হিসেবে আসে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৭ ইউনিয়নে মিশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। এ সময় শামীম ওসমান বলেন, ‘দুনিয়ায় মশা বিনা কারণে আসে নাই। এই মশার উদ্ভব হয়েছে নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিল, তখন তাকে থামাতে আল্লাহ একটা মশা তার নাক দিয়ে ঢুকিয়ে দেন। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যখন কোনো দেশে পাপাচার হয়, তখন এটাই ন্যাচারাল গজব।’ জনপ্রতিনিধিদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘পাপ করে কিছু লোক, আর ভোগে সমস্ত জাতি। ডেঙ্গু একটি আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে। আর সবাইকে আতঙ্কিত করতে কাজ করছে কিছু লোক। আজকে এডিস মশা এসেছে, কাল আরেকটি মশা আসবে।’ তিনি বলেন, ‘আমরা সচেতন হলে মশা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্কুলগুলোতে মশা বিষয়ে সচেতনা তৈরি করতে হবে। দেশের জন্য প্রতিদিন দুই ঘণ্টা সময় ব্যয় করতে হবে। আমরা মশার কামড়ে অস্থির হলে কিছু মানুষের লাভ হয়। ওষুধ কিনতেছি, এটা কিনতেছি, ওটা কিনতেছি এগুলা তাদের লাভ।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নাজিম উদ্দিন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রমুখ।
×