ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশিত: ০১:২০, ৩১ জুলাই ২০১৯

কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গত এক সপ্তাহে প্রায় একশ ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুসহ ১২ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে ডাক্তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেঙ্গু সনাক্তকৃত রোগীরা গত প্রায় এক সপ্তাহ আগে থেকে কুমুদিনী হাসপাতালে আসতে থাকেন। কুমুদিনী হাসপাতালে সিএইচআরএফ পরিচালিত ল্যাবে এদের রক্ত পরীক্ষা করানো হয়। এদিকে কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে ফগিং মেশিন দিয়ে ডেঙ্গু মশার ওষুধ প্রয়োগ করছে মির্জাপুর পৌর কর্তৃপক্ষ। আজ বুধবার ল্যাবের ম্যানেজার মাইক্রোবায়োলজিস্ট সৌমিত্র চক্রবর্তী জানান, গত এক সপ্তাহে ৬০ জন রোগীর মধ্যে ২৫ ভাগ ডেঙ্গু সনাক্ত হয়েছে। ডেঙ্গু সনাক্তকারীর সংখ্যা প্রায় একশ জন হবে বলে তিনি জানান। ডেঙ্গু সনাক্তকারীদের মধ্যে অনেকেই অন্যত্র চিকিৎসা নিচ্ছে বলেও তিনি জানান। এদিকে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত দুইদিনের ব্যবধানে ডেঙ্গু নিয়ে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন ছুটি নিয়ে চলে গেছে। ১২ জন রোগী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন রোগীদের রক্তের পরীক্ষা করে ডেঙ্গু সনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।
×