ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়ি ভাড়া নবায়নে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে

প্রকাশিত: ০৭:৪২, ৫ আগস্ট ২০১৯

বাড়ি ভাড়া নবায়নে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যয়ের লাগাম টানতে তাদের বাড়ি ভাড়ার মেয়াদ নবায়নে ভাড়া বৃদ্ধির হার ১০ শতাংশের অধিক হলে বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সার্কুলার বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাড়ি ভাড়া সংক্রান্ত প্রথম চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন তিন বছর এবং নবায়নকৃত চুক্তির মেয়্দা হবে সর্বোচ্চ দুই বছর। বিদ্যমান চুক্তির মেয়দান্তে নবায়নের ক্ষেত্রে ২ বছরের জন্য ভাড়া বৃদ্ধির হার ১০ শতাংশের বেশি এবং তিন বছর বা তদুর্ধ সময়ের ক্ষেত্রে ১৫ শতাংশের বেশি হলে বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমোদন নিতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাড়ি ভাড়ার ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
×