ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় হাসপাতালের চিকিৎসক ডেঙ্গু রোগে আক্রান্ত

প্রকাশিত: ০৩:১৪, ৭ আগস্ট ২০১৯

কলাপাড়ায় হাসপাতালের চিকিৎসক ডেঙ্গু রোগে আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ উপজেলার কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক আরিফ হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে তিনি ডেঙ্গু আক্রান্ত নিশ্চিত হয়ে চিকিৎসার জন্য বরিশাল চলে গেছেন। কলাপাড়া হাসপাতালে ইতোপূর্বে আরও চারজন ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। যার মধ্যে সর্বশেষ ভর্তিরত চাকামইয়ার আকলিমা বেগম চিকিৎসার জন্য বুধবার বরিশালে গেছেন। বর্তমানে কলাপাড়া হসপাতালে চিকিৎসাধীন কোন ডেঙ্গু রোগী নেই। হাসপাতাল ছাড়াও বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আরও পাঁচজন ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। এনিয়ে কলাপাড়ায় এখন পর্যন্ত মোট ১০ ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, এ পর্যন্ত কলাপাড়ায় মোট ২০টি কীট পেয়েছেন। সরকার নির্ধারিত ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা ধার্য করায় বাইরের কোন ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগ পরীক্ষষার কীট সংগ্রহ করছেন না। তবে কেউ কেউ অবশ্য দাবি করছেন ঢাকায় অর্ডার দিয়েও তাঁরা কীট সংগ্রহ করতে পারছেন না। কীট সঙ্কটের কারণে আসন্ন কোরবানির ঈদে ঢাকা থেকে আসা কোন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে চিকিৎসা নিয়ে সঙ্কটের শঙ্কা করছেন চিকিৎসকগণ। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, বিষয়টি তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
×