ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমুদ্রে ডুবল ২ জাহাজ, ১০ জন উদ্ধার

প্রকাশিত: ০৯:৫৫, ৭ আগস্ট ২০১৯

সমুদ্রে ডুবল ২ জাহাজ, ১০ জন উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ গভীর বঙ্গোপসাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি জাহাজ ডুবে গেছে। আজ বুধবার দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ১০ নাবিক ও ক্রকে উদ্ধার করেছে। বিআইডব্লিউটিএ চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজদুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল। সাগর উত্তাল থাকায় ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং অপরটির হ্যাজ ভেঙে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।
×