ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়া যাচ্ছে পুরুষ ও নারী রাগবি দল

প্রকাশিত: ১২:৫৪, ৮ আগস্ট ২০১৯

ইন্দোনেশিয়া যাচ্ছে পুরুষ ও নারী রাগবি দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি জাতীয় দল এশিয়া রাগবি সেভেনন্স ট্রফিতে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় যাচ্ছে আগামী ৯ আগস্ট রাতে। জিবিকে সেনাইয়ান রাগবি পিচে খেলা হবে ১০ ও ১১ আগস্ট। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড মহিলা দলের যাবতীয় খরচ বহন করছে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিেিটড পুরুষ দলের জার্সি স্পন্সর করছে। পুরুষ দলের খেলোয়াড়রা হলেন : পরিতোষ চাকমা, নাদিম মাহমুদ (অধিনায়ক), আনোয়ারুজ্জামান, মাহবুব রহমান দিনার, শহিদউজ্জামান, ওবায়দুর রহমান, আক্তারউজ্জামান, জহির ইসলাম, সবুজ আলী বিশ্বাস, সোহেল রানা, তানিউর হোসেন, নাজমুস সাকিব। কোচ : আব্দুল কাদের সুমন, ম্যানেজার : মোনাব্বীর মামুন। মহিলা দলের খেলোয়াড়রা হলেন : আলিসা ইসলাম (অধিনায়ক), নিশা আক্তার (সহ-অধিনায়ক), বেলী আক্তার, রুপিয়া আক্তার, রুবিনা আক্তার, রুনা আক্তার, রুমি আক্তার, রেখা আক্তার, মোহছিনা আক্তার লতা, কবিতা রায়। কোচ : এসআইএম ফেরদৌস আলম, ম্যানেজার : আব্দুল্লাহ আল জাহির স্বপন। দুর্নীতির অভিযোগ সোহেল হামিদের বিরুদ্ধে! স্পোর্টস রিপোর্টার ॥ স্কোয়াশ এ্যান্ড র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেলের বিরুদ্ধে ভয়াবহ আর্থিক অনিয়ম ও মারাত্মক দুর্নীতির অভিযোগ তুলছেন সেই ফেডারেশনরই সদস্য হেদায়েত উল্লাহ তুর্কী। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে ক্রীড়া পরিষদ প্রদত্ত অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাত করেছেন সোহেল হামিদ। ক্রীড়া পরিষদ থেকে বছরে চার লাখ টাকা দিলেও ফেডারেশনের তালা খোলা হয় না। অফিস পিয়ন গোপালকে নিজের পারিবারিক কাজে লাগান।’ কেবল তুর্কীই নন, সাবেক চ্যাম্পিয়ন ভোলা লাল চৌহান, কমান্ডার (অব.) এমএ গনি ও গুলশান ক্লাবের সহ-সভাপতি জোবায়ের আহমেদও এমন অভিযোগ করেন। সেই সঙ্গে সোহেল হামিদকে তার পদ থেকে সরিয়ে তদন্ত কমিটি গঠন করতে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অনুরোধ জানান তারা।
×