ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চেলসি থেকে আর্সেনালে ব্রাজিলের লুইস

প্রকাশিত: ০৩:৪৭, ৮ আগস্ট ২০১৯

চেলসি থেকে আর্সেনালে ব্রাজিলের লুইস

অনলাইন ডেস্ক ॥ চেলসি থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইসকে ৮০ লাখ পাউন্ডে নিতে সমঝোতায় পৌঁছেছে আর্সেনাল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের চুক্তিতে আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। গত মে মাসে চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি করা লুইসের বৃহস্পতিবার আর্সেনালে মেডিকেল পরীক্ষা হবে। গত মঙ্গলবার ফ্রান্সের ক্লাব বোর্দোর কাছে লরাঁ কোসিয়েলনিকে ৪৬ লাখ পাউন্ডে বিক্রি করে আর্সেনাল। মূলত ফরাসি এই ডিফেন্ডারের শূন্যস্থান পূরণেই লুইসকে দলে টানছে দলটি। দুই মেয়াদে চেলসিতে সাড়ে ছয় বছর কাটিয়ে মোট ১৬০টি লিগ ম্যাচ খেলেছেন লুইস। করেছেন ১১ গোল। এই সময়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি। স্ট্যামফোর্ড ব্রিজে দুটি করে ইউরোপা লিগ ও এফএ কাপ জয়ের স্বাদও পেয়েছেন।
×