ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ সেপ্টেম্বর থেকে এসএ গেমসের চূড়ান্ত বাছাই শুরু

প্রকাশিত: ০৭:৫৩, ১০ আগস্ট ২০১৯

১৫ সেপ্টেম্বর থেকে এসএ গেমসের চূড়ান্ত বাছাই শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এসএ গেমসের চূড়ান্ত বাছাই। পদক জয়ের সম্ভাবনা বিবেচনায় এনে কিছু কিছু ডিসিপ্লিনে দেয়া হবে বাড়তি সুবিধাও। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেনিং এন্ড গেম ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক এ কে সরকার। এদিকে, ফেডারেশনগুলোর বিদেশি কোচের দাবীও বিবেচনায় আনার আশ্বাস দিয়েছে বিওএ। আসন্ন এসএ গেমস সামনে রেখে ২৩ ডিসিপ্লিনে ৬৬৬ অ্যাথলিট অনুশীলন করছে। দেশীয় ক্রীড়ার প্রেক্ষাপটে সংখ্যাটা নিশ্চিতভাবেই বেশ বড়। তবে এর সমস্যাও আছে একটা। অ্যাথলিটের সংখ্যা বেশি হওয়ায় বিশেষ ভাবে নজরদারীর সুযোগ থাকে কম। তাই অনুশীলনটা হয় গড় পড়তা। সাউথ এশিয়ান গেমসের জন্য শেষ পর্যন্ত ঠিক কত সদস্যের দল পাঠাবে অলিম্পিক অ্যাসোসিয়েশন তা নির্ধারণ হবে পরে। তবে ইঙ্গিত আছে সংখ্যাটা নেমে যাবে বেশ নিচে। সেপ্টেম্বর থেকেই বাছাই কার্যক্রম শুরু করবে বিওএ। সম্ভাবনাময়দের জন্য থাকবে বিশেষ অনুশীলন ব্যবস্থা। দেশীয় ক্রীড়াঙ্গনের যে কোন ডিসিপ্লিনে মানসম্মত কোচের আভাব চিরায়ত। তাই অনেক ফেডারেশনেরই দাবী থাকে বিদেশী কোচের। বিষয়টি বিবেচনায় নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। কিন্তু সবার ক্ষেত্রে নয়! পদক জয়ের সম্ভাবনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিওএ। আসছে ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে এবারের এসএ গেমস। তার আগে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি শেষ করবে বলে জানিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন।
×