ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাড়া নৈরাজ্য ও হয়রানি বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশিত: ০৯:৩৮, ১১ আগস্ট ২০১৯

 ভাড়া নৈরাজ্য ও হয়রানি বন্ধের  দাবি যাত্রী কল্যাণ  সমিতির

স্টাফ রিপোর্টার ॥ ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালক অপসারণ করে নিরাপদ, নির্বিঘ্ন ও দুর্ঘটনামুক্ত ঈদযাত্রা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনের পক্ষ থেকে। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এসব দাবি তোলেন। রেলপথে টিকেট কালোবাজারি ও সিডিউল বিপর্যয়ের কারণে অবর্ণনীয় দুর্ভোগে পড়ছে বেশিরভাগ ঘরমুখো মানুষ এমন অভিযোগ তুলে সমিতির পক্ষ থেকে বলা হয়, সড়কপথে ফিটনেসবিহীন ট্রাকে পশু বহন, ফিটনেসবিহীন বাসে যাত্রী বহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। একদিকে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কের কারণে যানবাহনের গতি কমায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে। অন্যদিকে মানবসৃষ্ট দুর্ভোগ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের কড়া নিদের্শনা উপেক্ষা করে পথে পথে পশুবাহী ট্রাক থামিয়ে পুলিশ ও বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি চলছে। এ কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়ক-মহাসড়কে কৃত্রিম যানজটের সৃষ্টি হচ্ছে। সড়ক-মহাসড়ক এবং নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে পশুরহাটের কারণেও কৃত্রিম যানজট সৃষ্টি হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।
×