ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিটি সেন্টার থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৪০, ১১ আগস্ট ২০১৯

 সিটি সেন্টার থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের ১৫তলা থেকে পড়ে তানজিলা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রুপা এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাবা মৃত তাহাজ উদ্দিন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুপাকে নিয়ে আসা জুবায়ের আহমেদ জানান, নিহত রুপা তার সৎ ছোট বোন। জুবায়ের ওই ভবনের ১৫ তলায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। রুপা কয়েকদিন ধরে তার অফিস দেখতে চেয়েছিলেন। তাই আজ তাকে অফিসে নিয়ে আসেন। ১৫তলায় সিকিউরিটি অফিসের সামনে তাকে বাইরে দাঁড় করিয়ে ভাই জুবায়ের অফিসে প্রবেশ করেন। একপর্যায়ে রুপা ১৫তলা থেকে নিচে পড়ে যান। তিনি কীভাবে নিচে পড়লেন অথবা কেউ ফেলে দিয়েছে কিনা, তা সঠিকভাবে কিছু বলতে পারছেন না জুবায়ের। এ বিষয়ে মতিঝিল থানার পুলিশ জানায়, পুলিশের একটি টিম সিটি সেন্টারে অবস্থান করছে। ঘটনার তদন্ত চলছে। জাল স্ট্যাম্প চক্রের সদস্য গ্রেফতার ॥ অবৈধভাবে সরকারী রেভিনিউ স্ট্যাম্প জালকারী ও ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাসেল আহম্মেদ ওরফে শান্ত ও নাঈম ইসলাম। ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রবারি প্রিভেনশন টিম বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানা এলাকা হতে তাদের গ্রেফতার করে। ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ টাকা মূল্যমানের এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, বিভিন্ন মূল্যের স্ট্যাম্প, প্লেট ও অন্যান্য যন্ত্রপাতি এবং হিজবুত তাহরীরের পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা অবৈধভাবে সরকারী রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের নিজস্ব প্রেসেই হিজবুত তাহরীর পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই ছাপা হয়। গ্রেফতারদের বিরদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×