ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমার পুলিশের গুলিতে বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৯:৪০, ১১ আগস্ট ২০১৯

 মিয়ানমার পুলিশের  গুলিতে বাংলাদেশী  জেলে গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ হাসান (২২) নামে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ব্যক্তি শাহপরীর দ্বীপের মাঝর পাড়ার জমির হোসেনের পুত্র। শনিবার মধ্য রাতে নাজিরপাড়া বরাবর নাফ নদীতে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া একটি নৌকার ওপর গুলি চালিয়েছে বিজিপি। এতে এক জেলে গুলিবিদ্ধি হয়েছে। ঘটনার সময় হাসানের সঙ্গে থাকা আবদুল হাফেজ বলেন, একটি নৌকায় আমরা চার জেলে শাহপরীর দ্বীপ জেটির পূর্ব পাশে মাছ ধরতে নাফ নদীতে জাল ফেলতে থাকি।
×