ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন লোটে শেরিং

প্রকাশিত: ০৪:০৫, ১৩ আগস্ট ২০১৯

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন লোটে শেরিং

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেখ হাসিনাকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানান লোটে শেরিং। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হয়েছে ঈদুল আজহা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, বিচারকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি জাতীয় চার নেতাকেও স্মরণ করেন। প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্বিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব মর্যাদার অন্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
×