ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি কোরবানি বর্জ্যমুক্ত : মেয়র আতিক

প্রকাশিত: ০৭:১০, ১৩ আগস্ট ২০১৯

ডিএনসিসি কোরবানি বর্জ্যমুক্ত : মেয়র আতিক

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাকে কোরবানি বর্জ্যমুক্ত করা হয়েছে বলে ঘোষণা করেছেন মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে বর্জ্য অপসারণ অগ্রগতি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। সংবাদ সম্মেলনে মেয়র জানান, ঈদুল আজহার প্রথম দিন থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ২৩৪ টন বর্জ্য সিটি করপোরেশন অপসারণ করেছে। উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র এবার ঘোষণা দিয়েছিলেন ঢাকাকে দ্রুত কোরবানি বর্জ্যমুক্ত করবেন। এ কারণে গতকাল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীদের বেশ তৎপর দেখা গেছে। নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি এবার কাজ করেছেন অনেক অনিয়মিত পরিচ্ছন্নতাকর্মী।
×