ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের সেই মহিষ ২৬ ঘন্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৭:২৭, ১৩ আগস্ট ২০১৯

টাঙ্গাইলের সেই মহিষ ২৬ ঘন্টা পর  উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ ২৬ ঘন্টা পর জবাই করার সময় লাফিয়ে উঠে যাওয়া সেই মহিষটিকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুরের নিকলা বিলে প্রায় ৭০ মিটার দূর থেকে চেতনানাশক ওষুধ নিক্ষেপ করে মহিষটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। এর আগে ভূঞাপুর উপজেলা প্রশাসন থেকে মহিষটি উদ্ধারে ঢাকার এক পশু কর্মকর্তার সহযোগিতা চাওয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার জাতীয় চিড়িয়াখানার পশু কর্মকর্তা নাজমুল হক মহিষটি উদ্ধারে টাঙ্গাইলের ভূঞাপুর আসেন। উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইলে কোরবানির উদ্দেশে জবাই করার সময় লাফিয়ে উঠে পালিয়ে যায় ওই মহিষটি। এ সময় মহিষের আঘাতে ১৩ জন আহত হয়। গ্রামবাসী ও পুলিশ চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের আরিফুল সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
×