ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গুড়ায় বটগাছ কর্তনের অভিযোগ সরকারি কর্মকর্তা’র বিরুদ্ধে

প্রকাশিত: ০৭:৫৪, ১৩ আগস্ট ২০১৯

ভাঙ্গুড়ায় বটগাছ কর্তনের অভিযোগ সরকারি কর্মকর্তা’র বিরুদ্ধে

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ পাবনার ভাঙ্গুড়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই সরকারি জায়গার বটগাছ কেটে ফেলা চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল হাই নামে এক কাস্টম অফিসারের বিরুদ্ধে। এদিকে বটগাছটি কেটে ফেলার চেষ্টায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ গেটের সামনে ভাঙ্গুড়া-অষ্টমনিষা সড়কের পাশ থেকে ওই বটগাছটি কেটে ফেলার জন্য মকবুল,আলাউদ্দিন ও তাহেরকে পাঠান কাস্টম অফিসার আব্দুল হাই। এসময় স্থানীয়রা গাছ কাটতে বাধা দিলে তারা চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন, কাস্টম অফিসার বটগাছটি কেটে ফেলে ওই জায়গাটি দখল করে সেখানে মার্কেট নির্মাণ করবেন। কাস্টম অফিসার আব্দুল হাই সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, তার নিজের জায়গার ওপর থেকে গাছের ডালপালা কাটা হচ্ছে। গাছটি তার লাগানো বলে তিনি দাবি করেছেন। এ ব্যাপারে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
×