ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদ শেষ না হতেই কর্মে ফেরার যুদ্ধ

প্রকাশিত: ০২:২০, ১৪ আগস্ট ২০১৯

ঈদ শেষ না হতেই কর্মে ফেরার যুদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কোরবানির ঈদের দু’দিন পরেই বরিশাল নদী বন্দরে রাজধানীমুখি যাত্রীদের পদচারনা শুরু হয়েছে। আশাব্যঞ্চক যাত্রীচাঁপ না থাকলেও বরিশাল নদী বন্দর থেকে আজ বুধবার সাতটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে প্রতিটি লঞ্চের ডেক ও কেবিনের যাত্রীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে যাত্রী কম হওয়ায় অধিকাংশ লঞ্চে সরকার নির্ধারিত ডেক ভাড়া কমিয়ে দেয়া হয়েছে। অনেক লঞ্চে মাত্র দেড়শ টাকা ভাড়ায় যাত্রীদের ডেকে ডেকে তোলা হয়েছে। আবার অনেক লঞ্চের স্টাফ কেবিনও মিলেছে কম টাকায়। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক (টিআই) কবির হোসেন বলেন, ঈদের পরেরদিন মঙ্গলবার থেকেই রাজধানীর উদ্দেশ্যে ঈদ ফেরত যাত্রীদের যাত্রা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিনে বুধবার সাতটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে শুক্রবার বরিশাল নদী বন্দর থেকে ঢাকামুখী সর্বোচ্চ যাত্রীচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
×