ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৫, ১৪ আগস্ট ২০১৯

মাদারীপুরে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের শিবচরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে আরো এক রোগী মারা গেছেন। সে গত এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। মৃত আবদুল মজিদ উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সুতারপাড় গ্রামের মৃত সিরাজউদ্দিন পোজতারের ছেলে । মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিক জেলার শিবচরের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত রোগীর ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার আব্বাকে গত এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা করিয়েছি। তার শরীরে প্লাটিনাম ২০ হাজার ছিল। ঈদ উপলক্ষে ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ি শিবচরে গতকাল সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসি। রাত ১ টার দিক তার মৃত্যু হয়। এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। যার মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বাকী ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।
×