ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ আগস্ট ২০১৯

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম মিলন মন্ডল (৩৫)। সে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের আবু মন্ডলের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল বিকেলে ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামে পুলিশী অভিযান কালে দৌলতপুর-ভেড়ামারা সড়কের মহিষাডোরা নামক স্থান থেকে আসামি মিলনকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভেড়ামারা থানায় সৌপর্দ করা হয়। একই বছরের ৩১ মে আদালতে এই মামলার চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানী শেষে আসামি মিলনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় এই রায় ঘোষণা করা হয়। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাভোগের আদেশ দেন আদালত।
×