ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরীদের মতামত শোনা দরকার ছিল ॥ মনমোহন সিং

প্রকাশিত: ০৯:০৭, ১৫ আগস্ট ২০১৯

 কাশ্মীরীদের মতামত  শোনা দরকার ছিল ॥ মনমোহন সিং

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা লোপ ও ‘বিশেষ মর্যাদা’র অবসান সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না। এক্ষেত্রে অন্তত জম্মু-কাশ্মীরের মানুষের মতামতও শোনা প্রয়োজন ছিল বলে প্রথমবার মুখ খুললেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অনেকেই ভালভাবে নেননি। ভারত একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা কাটাতে দেশের সব মানুষেরই বক্তব্য শোনা প্রয়োজন। বিশেষ করে জম্মু-কাশ্মীরের মানুষের। এই প্রসঙ্গে তিনি তার প্রাক্তন ক্যাবিনেট সহকর্মী বন্ধু জয়পাল রেড্ডির প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, দেশের এই দুঃসময়ে, অন্ধকার সময়ে আমার তার কথা খুব মনে পড়ছে। আমার এটা ভাবতে খারাপ লাগছে, দেশের এই কঠিন পরিস্থিতিতে জয়পাল আমাদের মধ্যে নেই। গত জুলাই মাসে হায়দরাবাদে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন জয়পাল। কাশ্মীরীদের কথা বলতে চান রাহুল। বিরোধীদের অভিযোগ, মানুষকে ঘরবন্দী করে রেখে কাশ্মীরকে শান্ত হিসেবে দেখাতে চাইছে কেন্দ্র। এ রকম এক অবস্থায় রাজ্যে রাজ্যপালের ‘আমন্ত্রণ’ গ্রহণ করে উপত্যকায় যেতে চান সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরে কোন অশান্তি হচ্ছে না বলেই দাবি করে আসছে কেন্দ্র। রাহুল গান্ধীকে তা নিজের চোখেই দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। সম্প্রতি তিনি বলেন, বিমান পাঠাচ্ছি, সবকিছু নিজের চোখেই দেখে যান রাহুল। টাইমস অব ইন্ডিয়া।
×