ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৯:১৪, ১৫ আগস্ট ২০১৯

 শ্রীপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর  স্থাপন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৪ আগস্ট ॥ শ্রীপুর উপজেলা প্রেসক্লাব দীর্ঘ ৩৫বছর পর সরকারীভাবে ১০শতক জমি পেয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে সেই জমিতে প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ফলে ৩৫ বছর পর নিজস্ব ভবন পাচ্ছে শ্রীপুর প্রেসক্লাব।জানা গেছে, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। শ্রীপুর উপজেলা সদরের একটি ভাড়া রুমে প্রেসক্লাবের কার্য চলত। একটি রুমে ঠাসাঠাসিভাবে বসে সাংবাদিকরা কাজ করতেন। দীর্ঘ ৩৫ বছর পর সরকারীভাবে ১০শতক জমি পেয়েছে শ্রীপুর প্রেসক্লাব। এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় উপজেলা সদরের বালিকা বিদ্যালয় এলাকায় ১০শতক জমি সরকারীভাবে উপজেলা প্রেসক্লাবের নামে রেজিস্ট্রি করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা সদরের সেই জমিতে প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এই সময় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত প্রমুখ উপস্থিত ছিলেন।
×