ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিজানুর রহমান শেলী আর নেই

প্রকাশিত: ০৯:২১, ১৫ আগস্ট ২০১৯

 মিজানুর রহমান  শেলী আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলী সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মাসখানেক আগে তার স্ট্রোকও হয়েছিল। আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইনান্সের চেয়ারম্যান শেলী বেসরকারী গবেষণা ও প্রকাশনা সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশের (সিডিআরবি) প্রধান ছিলেন। সাবেক এই সরকারী কর্মকর্তা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মিজানুর রহমান শেলী ১৯৪৩ সালে মুন্সীগঞ্জের কুসুমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সেখানেই কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা ছেড়ে ১৯৬৭ সালে সরকারী চাকরিতে যোগ দেন শেলী। চাকরিতে থাকা অবস্থায় লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতিতে পিএইচডি করেন। পরিবারের সিদ্ধান্ত মতে আজ বৃহস্পতিবার অথবা কাল শুক্রবার তার লাশ দাফন করা হবে। সূত্র : অনলাইন
×