ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবসে সর্বোচ্চ সতর্ক অবস্থা

প্রকাশিত: ০৯:৪০, ১৫ আগস্ট ২০১৯

 জাতীয় শোক দিবসে সর্বোচ্চ সতর্ক অবস্থা

বিশেষ প্রতিনিধি ॥ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জঙ্গী হামলা ও নাশকতার আশঙ্কা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। শহীদদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করার জন্য ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘর, বনানী কবরস্থানসহ রাজধানী ঢাকায় থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা। আগস্ট মাস এলেই জঙ্গী হামলা ও নাশকতার আশঙ্কা বাড়ে এমন আশঙ্কা থেকে জাতীয় শোক দিবসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নীতিনির্ধারক মহলে অনুষ্ঠিত বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। পনেরো আগস্টের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ, র‌্যাব, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও সিসি ক্যামেরা, আর্চওয়ে, ডগ স্কোয়াড থাকছে নিরাপত্তায়। এ ছাড়া যানবাহন চলাচলের জন্য নিরাপত্তার স্বার্থে ট্রাফিক নির্দেশনাও দিয়েছে ডিএমপি। রাজধানীর বাইরে সারাদেশের ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনারদের কাছে বার্তা পাঠিয়ে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
×