ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে লঘুচাপ

ক’দিনের বৃষ্টিতে রাজধানীর রাস্তা ও অলিগলি কর্দমাক্ত

প্রকাশিত: ০৯:৫৬, ১৫ আগস্ট ২০১৯

 ক’দিনের বৃষ্টিতে রাজধানীর রাস্তা ও অলিগলি কর্দমাক্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশের ওপর সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। গত সোমবার থেকে রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে কোরবানি পরবর্তী জড়ো হওয়া আবর্জনা সরে যাওয়ায় শহরবাসীরা প্রশান্তি অনুভব করলেও ভেস্তে যায় ঈদে খোলা জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দ। রাজধানীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে উঠেছে কর্দমাক্ত। কোথাও কোথাও জমে উঠেছে বৃষ্টির পানি। দিনভর বৃষ্টি থাকায় খোলা জায়গায় ঈদ আনন্দ উপভোগ করা সম্ভব হচ্ছে না। অনেকটা চার দেয়ালের মধ্যেই চলছে ঈদের নানা কর্মসূচী। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপটি ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে সোমবার রাত থেকে দেশের বিভিন্নস্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবারও খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জায়গায় ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। আগামী দুইদিন সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
×