ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে বিশ্বকাপ জয়ী ব্রাউন

প্রকাশিত: ১০:১৭, ১৫ আগস্ট ২০১৯

 না ফেরার দেশে বিশ্বকাপ জয়ী ব্রাউন

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মাস বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জোশে লুইস ব্রাউন। আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সোমবার আর্জেন্টিনার লা প্লাটায় ৬২ বছর বয়সে মারা যান তিনি। ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ‘টাটা’ খ্যাত ব্রাউন। সেবার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার জ্বলজ্বলে নৈপুণ্যে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। তবে সেন্টার ব্যাকে ব্রাউনের অসাধারণ পারফর্মেন্স আর্জেন্টিনার সাফল্যকে বেগবান করেছিল। বিশেষ করে ফাইনালে অসম্ভব দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছিলেন ব্রাউন। ম্যাচের শেষদিকে আঘাত পেয়ে তার কাঁধের হাড় সরে গেলেও তিনি মাঠ ছাড়েননি। ম্যাচের শেষ পর্যন্ত খেলে দলের শিরোপা জয়ে রাখেন অসামান্য অবদান। আর্জেন্টিনার ঘরোয়া আসরে লা প্লাটার দল এস্টুডিয়েন্টেসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ব্রাউন। ক্লাবটির হয়ে ২৯১ ম্যাচে ২৫ গোল করেন। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ১৯৮৩, ১৯৮৭ ও ১৯৮৯ সালের কোপা আমেরিকা খেলে ফুটবলকে বিদায় বলেছিলেন ব্রাউন। জাতীয় দলের খেলা ছেড়ে ১২টি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
×