ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১২:৫৪, ১৫ আগস্ট ২০১৯

লালবাগে প্লাস্টিক  কারখানার আগুন নিয়ন্ত্রণে

জনকণ্ঠ ডেস্ক ॥ পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানা ও গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত পৌনে ১১টার দিকে পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকার ওই কারাখানায় আগুনের সূত্রপাত। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর বিডিনিউজ, বাংলা ট্রিবিউন ও টিভি স্ক্রলের। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে বাহিনীর ১৫টি ইউনিট কাজ করে। স্থানীয়রা জানান, ঈদের ছুটি থাকায় কারখানায় কাজ চলছিল না। ফলে ভেতরে কারও থাকার সম্ভাবনা কম। চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঈদের ছুটি থাকায় সেখানে কেউ ছিল না। হতাহতের কোন খবরও পাওয়া যায়নি। টিনশেড ওই কারখানায় আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। চার দিকে দেয়ালের মধ্যে একটি বড় প্লটে গড়ে উঠা একাধিক প্লাস্টিকের কারখানা ছিল সেখানে। সেখানে প্লাস্টিকের খেলনা বানানো হতো, আবার গুদামও ছিল। তবে কয়টি কারখানা বা গুদাম পুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। গত ফেব্রুয়ারিতে লালবাগের চুড়িহাট্টায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ওই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্যও প্লাস্টিকের গুদামকে দায়ী করা হয়।
×