ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি সেনাদের সাথে প্রতিবাদী ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত: ২৩:৫১, ১৭ আগস্ট ২০১৯

ইসরায়েলি সেনাদের সাথে প্রতিবাদী ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ

অনলাইন ডেস্ক ॥ ইসরাইলি সেনাদের সাথে গাজার পশ্চিমতীরে ব্যাপক সংঘর্ষ হয়েছে কয়েকশ’ প্রতিবাদী ফিলিস্তিনির। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমতীরে তারা এক বিক্ষোভে অংশ নিলে গতকাল শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনার কড়া নিরাপত্তার মধ্যেও বিক্ষোভে অংশ নেয় ফিলিস্তিনিরা। বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনিদের উপর সশস্ত্র ইসরাইলি সেনার হামলায় অন্তত ৬৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাদের দাবি, তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। জবাবে টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গের চেষ্টা করে ইসরায়েলি বাহিনী। এসময় আহত হয় বেশ কয়েকজন। একইদিন পশ্চিমতীরের এলাজার এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি গাড়িচালক। তেলআবিবের দাবি, ইসরায়েলি সেনাদের উপর গাড়ি তুলে দেয় ওই চালক। গাড়িচাপায় দুই সেনা আহত হয় বলেও দাবি করে তারা। এ ঘটনার পর কড়া নিরাপত্তা জারি হয় পশ্চিম তীরে। এরপর ফিলিস্তিনিরা বিক্ষোভ করতে রাস্তায় নেমে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল
×