ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপদে স্বস্তি দিল বৃষ্টি

প্রকাশিত: ২৩:৫৪, ১৭ আগস্ট ২০১৯

অস্ট্রেলিয়ার বিপদে স্বস্তি দিল বৃষ্টি

অনলাইন ডেস্ক ॥ লর্ডস টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে খুব বড় সংগ্রহ গড়তে দেয়নি অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে তারাও অবশ্য খুব স্বস্তিতে নেই। ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৮০ রান তুলেছে টিম পেইনের দল। এখনও স্বাগতিকদের থেকে ১৭৮ রানে পিছিয়ে অসিরা। তবে বিপদ আরও বাড়তে পারতো। তৃতীয় দিনে যে বৃষ্টির কারণে শেষ দুই সেশনে খেলাই হয়নি। ১ উইকেটে ৩০ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া সকাল সকালই হারিয়েছে আরও ৩টি উইকেট। মধ্যাহ্ন বিরতির কয়েক ওভার আগে বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন উসমান খাজা আর ক্যামেরুন বেনক্রফট। প্রথম আধা ঘন্টা স্বাচ্ছন্দ্যেই পার করে দেন এই যুগল। তবে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা জোফরা আর্চার তার উইকেটের খাতা খুলতে গিয়ে ভেঙে দেন ৪৯ রানের এই জুটি। ক্যামেরুন বেনক্রফটকে (১৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ক্যারিবীয় বংশোদ্ভূত এই পেসার। পরের ওভারেই অস্ট্রেলিয়া শিবিরে আরেকটি ধাক্কা দেন ক্রিস ওকস। সেট ব্যাটসম্যান উসমান খাজাকে (৩৬) উইকেটের পেছনে ক্যাচ বানান এই পেসার। এরপর ট্রাভিস হেডও উইকেটে সময় কাটাতে পারেননি। মাত্র ৭ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দলের এই বিপদে আরও একবার ত্রাতার ভূমিকায় দাঁড়ানোর চেষ্টায় স্টিভ স্মিথ। এক প্রান্ত আগলে রেখে এগিয়ে চলেছে এজবাস্টন টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান। ওকস, আর্চার, ব্রডদের আগুনে ডেলিভারিগুলো খুব দেখেশুনে খেলেছেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪০ বল মোকাবেলায় স্মিথ অপরাজিত ছিলেন ১৩ রানে। তার সঙ্গে ম্যাথু ওয়েড রানের খাতা খুলতে পারেননি।
×