ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁ সীমান্তে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ০৪:১৬, ১৭ আগস্ট ২০১৯

নওগাঁ সীমান্তে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান বিপিজিএম জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে বিজিবি সদস্যরা মহেষপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাসনাহারা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাদ্বিগুন বিওপির টহল দল মহেষপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরো ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের ষ্টোরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে সেগুলো ধবংস করা হবে বলে জানান তিনি।
×