ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৩ কার্যদিবসে মুন্নু জুট স্টাফলার্সের দাম বেড়েছে ৫৫০ টাকা

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ আগস্ট ২০১৯

১৩ কার্যদিবসে মুন্নু জুট স্টাফলার্সের দাম বেড়েছে ৫৫০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছর ঘুরে আবারও অস্বাভাবিক হারে বাড়াছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দাম। শেষ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে সাড়ে পাঁচশ টাকার ওপরে। এর আগে গত বছরও এ কোম্পানিটির শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছিল। প্রতিষ্ঠানটির ১০ টাকা দামের শেয়ার গত বছর ৫ হাজার ৬৩৪ টাকা পর্যন্ত উঠেছিল। ২০১৭-১৮ হিসাবে বছরে সাড়ে তিনশ' শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানিটির শেয়ারের এমন অস্বাভাবিক দাম বাড়ে। অবশ্য লভ্যাংশ ঘোষণার কয়েক মাস আগে থেকেই কোম্পানটির শেয়ার দাম টানা বাড়ছিল। সাড়ে তিনশ শতাংশ বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বুঝিয়ে দেয়ার পর কোম্পানির শেয়ার দাম ১৩৩০ টাকায় নেমে আসে। এরপর কিছুদিন আবার দাম বাড়লেও চলতি বছরের এপ্রিল থেকে দাম কমতে থাকে। শেয়ার দাম কমতে কমতে ২২ জুলাই ৬৮৬ টাকায় নেমে আসে।
×