ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিত্যপণ্যের বাজারে ঈদের ছুটির আমেজ

প্রকাশিত: ০৭:৪৯, ১৭ আগস্ট ২০১৯

নিত্যপণ্যের বাজারে ঈদের ছুটির আমেজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। রাজধানীর বেশির ভাগ ভোগ্য ও কাঁচাপণ্যের বাজার এখনো ক্রেতাশূণ্য। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতা না থাকায় বেশির ভাগ দোকানদার খোশগল্প করে কাটিয়ে দিয়েছে। এছাড়া ব্যবসায়ীদের একটি বড় অংশ ছুটিতে থাকায় পুরোদমে দোকানপাট এখনো চালু হয়নি। তবে আগামী রবিবারের মধ্যে বাজারে ক্রেতাসমাগম স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ক্রেতা কম থাকায় বেচাবিক্রিও কমে গেছে বাজারে। রাজধানীর পাইকারি বাজারখ্যাত কাওরান বাজারে পুরোদমে পণ্যবাহী ট্রাক আসা শুরু হয়নি। এ কারণে পণ্যের সরবরাহ কম রাজধানীর বাজারগুলোতে। এদিকে, ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম থাকলেও বাজারে শাক-সবজির দাম কমেনি। বরং কোরবানি ঈদের পর দু’একটি সবজির দাম বেড়ে গেছে। প্রতিকেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। এছাড়া ঢেঁড়স, পটল, বেগুন, লাউ ও ফুলকপিসহ বেশিরভাগ সবজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও চড়া। তবে ব্রয়লার মুরগি, গরুর মাংস ও খাসির মাংসের দাম বাড়েনি। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। এছাড়া গরু প্রতিকেজি ৫৫০ এবং খাসি ৮৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এছাড়া চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটার দাম স্থিতিশীল রয়েছে। সবজি বিক্রেতারা বলছে, বৃষ্টি ও বন্যার কারণে সবজি খেত নষ্ট হয়ে গেছে। এছাড়া ঈদের ছুটির কারণে বাজারে পণ্য সরবরাহ কমে গেছে। ফলে শাক-সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। পুরান ঢাকার কাপ্তান বাজারের সবজি বিক্রেতা খলিল জনকণ্ঠকে বলেন, ঈদের ছুটির আমেজ কাঁচা বাজারে। পাইকারি বাজারে সবজি নেই। যাও আছে তা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এ কারণে খুচরা বাজারেও সবজির দাম চড়া। তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই সবজির দাম কমে আসবে।
×