ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসুন ॥ ইমরানকে ট্রাম্প

প্রকাশিত: ০৯:১৫, ১৮ আগস্ট ২০১৯

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসুন ॥ ইমরানকে ট্রাম্প

ভারতের সঙ্গে কাশ্মীরসহ অন্যান্য বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি এই আহ্বান জানান। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ খবর জানান হয়েছে। এএফপি। জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা অবলুপ্ত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এমনকি বিযয়টি রাষ্ট্রসঙ্ঘের কাছে পৌঁছলে জম্মু ও কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকও করে নিরাপত্তা পরিষদ। পাক প্রধানমন্ত্রী মেহমুদ কোরেশি দাবি করেছেন ইমরান ও ট্রাম্পের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা হয়েছে এবং কাশ্মীর বিষয়ে কথা হয়েছে। রেডিও পাকিস্তান তার বক্তব্য উদ্ধৃত করে বলেছে কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাবলী এবং সেখানকার আঞ্চলিক শান্তি বিপন্ন হওয়ার বিষয়ে ইমরান খান উদ্বেগ প্রকাশ করেছেন। জম্মু ও কাশ্মীর নিয়ে টেলিফোনে কথা বলার পাশাপাশি ট্রাম্প এবং ইমরান আফগানিস্তান নিয়েও আলোচনা করেন, যেখানে তালেবানের সঙ্গে আলোচনা করছে আমেরিকা।
×