ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম ॥ পাঁচ হাজার ফুট ওপর থেকে পড়েও ...

প্রকাশিত: ০৯:১৬, ১৮ আগস্ট ২০১৯

অ ন ্য র ক ম ॥ পাঁচ হাজার ফুট ওপর থেকে পড়েও ...

পাঁচ হাজার ফুট ওপর থেকে পড়েও বেঁচে গেছেন এক নারী। প্যারাসুট নিয়ে বিমান থেকে ঝাঁপিয়ে পড়েন ৩০ বছর বয়সী এক নারী। কিন্তু সেটি না খোলায় পাঁচ হাজার ফুট নিচে পড়ে যান তিনি। এতে মারাত্মক জখম হলেও বেঁচে গেছেন মৃত্যুর হাত থেকে। গত সপ্তাহান্তে এ ঘটনাটি ঘটে কানাডার কুইবেকের আদ্রেনালিন স্কাইডাইভিং সেন্টারে। দেশটির সংবাদমাধ্যম সিবিসি প্রথম অলৌকিক এ ঘটনার সংবাদ পরিবেশন করে। সিবিসি। দুর্ঘটনার শিকার ওই নারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা দেখেন, ওই নারী ক্রমেই আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছেন। তার প্রধান প্যারাসুট ও ব্যাকআপ প্যারাসুট না খোলায় তিনি নিচে পড়ে যান বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ডেনিস ডেমারস সিবিসিকে বলেন, ‘এটা অলৌকিক। এ ধরনের একটি বিমান থেকে নিচে পড়ে কোন মানুষ কিভাবে বেঁচে যেতে পারে, সেটা আমার জানা নেই।’ ডেমারস আকাশ থেকে পড়ে যাওয়ার পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। অন্যান্য স্কাইডাইভার থেকে ওই নারী যখন দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারেন কোথাও গোলমাল হয়েছে। এত ওপর থেকে নিচে পরার ফলে নারীর শরীরের বেশ কয়েক স্থানে মারাত্মক জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
×