ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কারের পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে

প্রকাশিত: ০৯:২৯, ১৮ আগস্ট ২০১৯

সংস্কারের পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির মৌসুমে দেশের চামড়ার বাজারে বড় ধরনের ধস নিয়ে একে অপরের ওপর দায় চাপাতে ব্যস্ত ব্যবসায়ীরা। তবে বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অনিয়মে জর্জরিত এ রফতানি খাত সার্বিকভাবেই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারের পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা। কোরবানির আগে থেকেই এ বছর চামড়ার দর পতনের ইঙ্গিত দিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি যে এতটা খারাপ হবে তা হয়ত ভাবেননি প্রান্তিক পর্যায়ের কেউই। এমন ঘটনার দায় নিতে রাজি নন সংশ্লিষ্টরা। উল্টো একে অন্যের ওপর দায় চাপাতে ব্যস্ত। গবেষণা সংস্থা পিআরআই এর নির্বাহী পরিচালকের মতে, নানা অনিয়মে জর্জরিত অন্যতম এ রফতানি খাত। যার মধ্যে নিজেদের অদক্ষতা, অব্যবস্থাপনা, পরিবেশ মানদ-ে পিছিয়ে থাকাসহ আরও বিভিন্ন বিষয়কে দায়ী করছেন তিনি। পিআরআই এর নির্বাহী পরিচালকের মতে, চামড়া খাতে দুর্বলতাগুলোকে এখনই গুরুত্বের সঙ্গে না দেখলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে। আবার দেশের অভ্যন্তরীণ বাজারে চামড়াজাত পণ্যের বহুমুখীকরণের পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, দেশীয় বাজারের চাহিদা বিশ্লেষণ করে উদ্বৃত্ত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু রফতানির সিদ্ধান্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত রাখতে হবে।
×