ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হামলায় আহত নারীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ আগস্ট ২০১৯

নেত্রকোনায় হামলায় আহত নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৭ আগস্ট ॥ কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সুফিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। নিহত সুফিয়া খাতুন কুট্টাকান্দা গ্রামের ব্যবসায়ী শাহজাহান মিয়ার স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে কুট্টাকান্দা গ্রামের সড়কে পূর্বপাড়ার শরাফত আলীর সঙ্গে পশ্চিমপাড়ার কলেজছাত্র ফজলুল হকের দেখা হয়। এ সময় তারা কুশলবিনিময়ের এক পর্যায়ে করমর্দন করেন। করমর্দনের সময় শরাফত আলী ফজলুল হকের হাতে জোরে চাপ দিলে তিনি ব্যথা পান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় শরাফত আলী ও তার লোকজন ফজলুল হকের চাচা শাহজাহান মিয়ার মুদির দোকানে গিয়ে হামলা চালায়। হামলায় শাহজাহানের স্ত্রী সুফিয়া খাতুন ও তার ভাই শামছুল হকের স্ত্রী রুমা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে সুফিয়া খাতুন মারা যান। এ ঘটনায় ওই রাতেই নিহতের স্বামী শাহজাহান মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার দুই আসামি সুবেদ আলীর স্ত্রী জহুরা খাতুন ও তার ছেলে নাজিম উদ্দীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ আটক এক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ র‌্যাবের অভিযানে নগরীর বাকলিয়া এলাকা থেকে ২৬ সহ¯্রাধিক ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। শনিবার ভোরে বাকলিয়ার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে এ ইয়াবা ও ট্রাকটি জব্দ করা হয়। র‌্যাব জানিয়েছে, আটক মোঃ মশিউর রহমান লিটন পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিব এলাকার সেলিম গাজীর পুত্র। মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করত বলে জানিয়েছে র‌্যাব।
×