ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতুড়ি দিয়ে যুবকের হাত-পায়ের নখ থেঁতলে দিল প্রতিপক্ষ

প্রকাশিত: ০৯:৩৪, ১৮ আগস্ট ২০১৯

হাতুড়ি দিয়ে যুবকের হাত-পায়ের নখ থেঁতলে দিল প্রতিপক্ষ

নিজস্ব সংবাদাতা, পটুয়াখালী, ১৭ আগস্ট ॥ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন না করায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধা ওরফে মনির মৃধার লোকজন। শনিবার দুপুরে কমলাপুর গ্রামের ফিরোজ মুন্সির ওপর হামলা চালিয়ে তাকে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পায়ের নখ থেতলে দেয়া হয়। ফিরোজকে পটুয়াখালী জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ১১ জুলাই ওই ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মনির মৃধা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পর তাকে যারা সমর্থন করেনি তাদের ভয়ভীতি ও মারধর শুরু করে মনির বাহিনী। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যানের ক্যাডার হিসেবে পরিচিত ওহাব মেলকার শনিবার ফিরোজ মুন্সি নামের এক যুবককে আটক করে মারধর করে। একপর্যায়ে ফিরোজকে বেঁধে হাত ও পায়ের নখ হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দেয়। এছাড়াও উত্তর ধরান্দি গ্রামের বাচ্চু সিকদার, বাহেরমৌজ গ্রামের হাসান মাতুব্বর ও চৌদ্দভূড়িয়া গ্রামের সোহেলসহ প্রায় ২০ জনকে মারধর করে একই বাহিনী। ফিরোজ মুন্সি বলেন, ‘শুধু নির্বাচনে মনির চেয়ারম্যানের সাপোর্ট না করায় আমার ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে কমলাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধা ওরফে মনির মৃধা বলেন, ‘নির্বাচন গেছে ১১ তারিখ। এখন আর প্রতিহিংসার কি আছে। সবাই আমাকে ভোট দিয়েছে তা না হলে আমি নির্বাচিত হতে পারতাম না। অবশ্য নির্বাচনের পর কিছু কিছু চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা তা দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছি। এখন যারা এগুলো করবে তারা আইনের আওতায় আসবে। আমি ওসি এবং এডিশনাল পুলিশ সুপারকে এ বিষয়েও বলেছি। আর আজ যে ছেলে মার খেয়েছে তাদের নাকি সে (ফিরোজ) মারধর করেছিল।’
×