ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ আগস্ট ২০১৯

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ আগস্ট ॥ পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ ৬০ ব্যাটালিয়নের টহলদলের হাতে বাংলাদেশী আলমগীর হোসেন (২২) নামে এক রাখাল আটক হয়েছে। আটককৃত রাখাল উপজেলার চকবিষ্ণুপুর কাঁটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। শুক্রবার রাতে সে চোরাইপথে গরু নিয়ে আসার জন্য ভারতে প্রবেশ করেছিল। সূূত্র জানায়, শনিবার ভোরে আলমগীরকে সীমান্তের ২৩১/৬(এস)নং পিলারের এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে ঢাকা উগাল নামক স্থান থেকে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ টহলরত সদস্যরা আটক করে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পোরশা বিওপি ও হাঁপানিয়া বিওপির কোম্পানি কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা কিছু জানেন না বলে জানান। আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে শাহীমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় গোপালদী পৌরসভাধীন সদাসদী এলাকার হাসেন আলীর মেয়ে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভূইয়া জানান, শাহীমা সকালে বাড়ির উঠানে খেলা করছিল। সকাল ১০টায় সে নিখোঁজ হয়। বেলা ১১টায় বাড়ির পাশের একটি ডোবা থেকে শাহীমার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রূপগঞ্জে শিক্ষার্থী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামিন মাহাদী (১২) নামে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিন মাহাদী গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকার শহীদ আলমের ছেলে। নিহতের পিতা শহীদ আলম জানান, সামিন মাহাদী গন্ধর্বপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার দুপুর ১২টার দিকে তার ছেলে স্কুল ছুটির পর বাড়িতে আসে। পরে দুপুর ১টার দিকে তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে নামে।
×