ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাকৃবির ৫৯তম প্রতিষ্ঠা দিবস আজ

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ আগস্ট ২০১৯

বাকৃবির ৫৯তম প্রতিষ্ঠা দিবস আজ

বাকৃবি সংবাদদাতা ॥ আজ রবিবার ৫৮ বছর শেষে ৫৯ বছরে পা দিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষাকে পূর্ণতা দিতে এবং কৃষি ও কৃষিবিজ্ঞানের সকল শাখায় উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশে ১৯৬১ সালের ১৮ আগস্ট ময়মনসিংহ শহরের অদূরে যাত্রা শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ৪৩টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউটের অধীনে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নের গুরু দায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ, কৃষিপ্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কৃষি সেক্টরের জন্য প্রতি বছর যুগের চাহিদাসম্পন্ন আধুনিক মানে কৃষি গ্র্যাজুয়েট তৈরি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখানকার শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের যুগোপযোগী ও লাগসই ফসলের জাত, কৃষি-প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শিক্ষার মান, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব রয়েছে। শুধু তাই নয় কৃষির পাশাপাশি বিভন্ন জাতীয় সমস্যা সমাধানে এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য জাতীয় পদক ও সম্মাননা লাভ করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি বলেন, উচ্চতর কৃষি প্রযুক্তি, গবেষণা ও সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দেশের খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপদতা ও পুষ্টি নিরাপত্তায় সকলের সঙ্গে কাজ করে যাবে।
×