ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে নাসার সাবেক বিজ্ঞানী

গ্রহে প্রাণের সন্ধান করা হচ্ছে ॥ পেয়েছি মূল্যবান খনিজ পদার্থ

প্রকাশিত: ০৯:৪১, ১৮ আগস্ট ২০১৯

গ্রহে প্রাণের সন্ধান করা হচ্ছে ॥ পেয়েছি মূল্যবান খনিজ পদার্থ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৭ আগস্ট ॥ নাসার সাবেক জ্যেতির্বিজ্ঞানী ও বর্তমান ক্যালিফোর্নিয়ার মেরিনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য বলেছেন, বিভিন্ন গ্রহে প্রাণের অনুসন্ধান করলেও এখন পর্যন্ত তার প্রমাণ পাওয়া যায়নি। তবে কোথাও প্রাণের অস্তিত্ব থাকতেও পারে। এক সময় সেখানে হয়তো মানব বসতি গড়ে উঠতে পারে। তাই জ্যোতির্বিজ্ঞান বুঝতে হলে বায়ূম-লের ওপরে যেতে হবে। তিনি আরও বলেন, নক্ষত্রের পতন থেকে আমরা মূল্যবান খনিজ পদার্থ পেয়েছি। বিজ্ঞান কোন সময় থেমে থাকে না। এটিকে আমরা এক সময় গ্রহ বলেছি। এখন এটিকে আমরা গ্রহ বলি না। আমর মনে হচ্ছে প্লটোকে আবার এখন গ্রহ বলতে পারি। পৃথিবীতে বর্তমানে মানুষ আছে ৮ বিলিয়ন। এটি বেড়ে হতে পারে ১২ থেকে ১৩ বিলিয়ন। তবে এক সময়ে ঠিকই কমে তা ৫ বিলিয়নের আশপাশে থাকবে। বর্তমানে এশিয়া ও আফ্রিকাতে মানুষ বেশি বাড়ছে। বাংলাদেশেও ২০৫০ সালের পর মানুষ কমতে থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন তাদের অনেক সক্ষমতা আছে। তাদের এখন কাজে লাগাতে হবে। কেনই বা বাংলাদেশের লোক পদ্মা আর যমুনা সেতু করতে পারছে না তা আমার বোধগম্য নয়। তিনি বলেন, জ্ঞান সব সময় মানুষের কল্যাণে আসে। তা যেভাইে আহরণ করা হোক না কেন। তিনি শনিবার দুপুরে সাইফুর রহমান টাউন হলে আধুনিক জ্যেতির্বিজ্ঞানের টুকিটাকি এবং একক বক্তৃতা ও বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি হিসেবে একটানা ৩ ঘণ্টার বক্তব্যে এ কথা বলেন। এসময় এসপি মোহাম্মদ উল্ল্যা, জেলা বাপার সভাপতি সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, বাপা সেক্রেটারি তোফাজ্জল সোহেল, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ড. দিপেন ভট্রাচার্য্যের হাতে উপহার তুলে দেয়া হয় আয়োজকদের পক্ষ থেকে এবং তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তাহসিন বিলওয়াল আরিয়ান।
×