ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে কিশোর হত্যার ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ০৯:৪১, ১৮ আগস্ট ২০১৯

বরিশালে কিশোর হত্যার ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যুবতীর অসামাজিক কর্মকাণ্ড দেখে ফেলায় জেলার গৌরনদী পৌর এলাকার বাদামতলা নামক এলাকায় আকাশ সরদার (১৬) নামের এক কিশোর ভ্যানচালককে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে। এর আগে নিহতের বাবা মানিক সরদার বাদী হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে, মামলার প্রধান আসামি মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিম হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম তার মেয়ে সিমাকে নিয়ে একই এলাকার শামছুল হকের বাড়িতে ভাড়ায় থাকতেন। মা ও মেয়ের অপকর্মের প্রতিবাদ করায় কিছুদিন যাবত বাদীর পরিবারের সঙ্গে মতবিরোধের সৃষ্টি হয়। অতিসম্প্রতি প্রবাসীর স্ত্রী তাসলিমা বেগম বাসায় তার কন্যা সিমাকে রেখে বাহিরে গেলে সিমার প্রেমিক নন্দনপট্টি গ্রামের মোঃ রাব্বি বাসায় ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হন। বিষয়টি কিশোর আকাশ দেখে ফেলে। বিষয়টি আকাশ স্থানীয়দের জানালে ক্ষিপ্ত হয়ে তাসলিমা বেগম ও তার স্বজনরা আকাশকে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে আকাশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
×