ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিদ্যুত কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৩, ১৮ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিদ্যুত কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ আগস্ট ॥ বিদ্যুত লাইনের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শাকিবুল হাসান (২৭) নামে পল্লী বিদ্যুত সমিতির এক লাইনম্যান (গ্রেট-২)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার শুখানপুকুরী ইউপির কার্তিকতলা তেওয়ারীগাঁও গ্রামে। মৃত শাকিবুল হাসান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দ্বিমাগুরুন্ডা গ্রামের কুতুব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন থেকে সদর উপজেলার শুখানপুকুরী ইউপির তেওয়ারীগাঁও গ্রামে পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুত সরবরাহে বিঘœ হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় লাইনম্যান শাকিবুল এলাকায় যায় এবং সমস্যা চিহ্নিত করে লাইনের কাজের সুবিধার্থে পল্লী বিদ্যুত সমিতির স্থানীয় দায়ীত্বপ্রাপ্ত জুনিয়র প্রকৌশলী রেজাউল ইসলামকে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখতে মোবাইল ফোনে অনুরোধ করলে তিনি লাইন বন্ধ করা হয়েছে বলে জানায়। এ সময় শাকিবুল হাসান বিদ্যুত লাইনের সংস্কার কাজ শুরু করেন। এক পর্যায়ে হঠাৎ বিদ্যুত চালু হয়ে গেলে শাকিবুল বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে দৌড়াদড়ি ছোটাছুটি শুরু হয় এবং ফোন করে বিদ্যুত সরবাহ বন্ধ করে আহত শাকিবুলকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, এ ঘটনার পর থেকে সমিতির স্থানীয় দায়িত্বপ্রাপ্ত জুনিয়র প্রকৌশলী রেজাউল ইসলামকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিশোরগঞ্জে কৃষক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার পাকুন্দিয়ায় জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম রেনু (৭০) নামে এক বয়োবৃদ্ধ কৃষক মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার চরফরাদী ঝাউগারচর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রেনু চরফরাদী ঝাউগারচর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, কৃষক নজরুল ইসলাম রেনু বাড়িসংলগ্ন জমিতে কাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্টে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, ঝাউগারচর গ্রামের মেনু মিয়ার বাড়ি থেকে পার্শ¦বর্তী একটি মাদ্রাসায় বিদ্যুতের সংযোগ নেয়া হয়। রাতে বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়েছিল। জমিতে কাজ করার সময় নজরুল ইসলাম রেনু সেই ছেঁড়া তারে জড়িয়ে গেলে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে। সোনারগাঁয়ে নৈশপ্রহরী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁওয়ের একটি ইটভাঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ আফজাল মিয়া (৫৭) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আফজাল মিয়া পাকুন্দা গাবতলী এলাকার মৃত আঃ মালেকের ছেলে। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় এসবিএস ইটভাঁটিতে নৈশপ্রহরী হিসেবে কাজ করত আফজাল মিয়া। শনিবার সকাল সাতটার দিকে আফজাল মিয়া রাস্তা পারাপারের সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা বলেছে, বিদ্যুত সংযোগটি অবৈধ ছিল।
×