ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৯:৪৩, ১৮ আগস্ট ২০১৯

ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস উদ্যাপন

রাজধানী ঢাকার উত্তরায় ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯। জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে দিবসটি উদ্যাপনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মময় ইতিহাস উপস্থাপন করে আলোচনায় অংশগ্রহণ করেন ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, বাংলা বিভাগের সিনিয়ির প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি চামেলি খাতুন এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শরীফ রেজা বাকের। -বিজ্ঞপ্তি
×